এখনো ভালোবাসি তোমায়



তোমার জন্য লেখা চিঠি গুলো আজ পকেটেই থেকে যায়। তোমার জন্য কেনা ফুল গুলো শুকিয়ে একটা সময় ঝরে যায়। এখন আর তোমার সামনে গিয়ে দাঁড়িয়ে বলতে পারি না ভালোবাসি।


আমি কখনো কারো কাছ থেকে ভালোবাসা পাই নি। তবে ভালোবেসেছি। নিজের সবটুকু দিয়েই ভালোবেসেছি তোমায়। তোমাকে যেদিন থেকে ভালোবেসেছি কখনোই হারানোর ভয় করি নি। ভেবেছি নিজের সবটুকু দিয়ে আগলে রাখবো তোমায়। তুমি আমার পাশে থাকলে কোনো বাধাই অসম্ভব মনে হতো না আমার। কিন্তু সেই তুমিই আজ আমার পাশে নেই। জানিনা কোন এক অজানা ভয়ে ছেড়ে চলে গেলে আমায়। বুঝলে না আমায়। বুঝলে না আমার ভালোবাসা।

কাউকে ভালোবাসতে একটা সুন্দর মন লাগে। মনের ভেতরে কিছু অনুভুতি থাকতে হয়। যার কোনো কিছুই তোমার মধ্যে নেই। তাই তো তোমাকে এত ভালোবাসার পর ও তুমি আমার ভালোবাসা বুঝতেই পারলে না। তবে একদিন তুমি ভালোবাসা বুজবে। ভালোবাসতে শিখবে একদিন। এবং সেদিন তুমি আমাকেই খুঁজবে।

এখন ও ভালোবাসি তোমায়। একদম আগের মতোই। তবে এখন আর তোমাকে নিয়ে স্বপ্ন দেখতে পারি না। আগে রাত জেগে কবিতা লিখতাম তোমার জন্য, আর অপেক্ষা করতাম একটা নতুন ভোরের যেখানে কাটতো সারাটা দিন তোমার ভালোবাসার ছোয়ায়। আজ সেই সুখস্মৃতি গুলো শুধুই অতীত। অতীত টাকে নিয়েই বাঁচতে চাই সারাজীবন। তোমার ভালোবাসা বুকে নিয়েই বাঁচতে চাই সারাজীবন। তোমার জন্য অপেক্ষা করতে চাই আমৃত্যু।

মন্তব্যসমূহ

  1. আপনার মন্তব্য লিখুন...
    খুব ভালো লেগেছে ভাই অনেক সুন্দর
    আরেকটা হলে ভালো লাগবে।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বলতে পারিনি "ভালোবাসি"!

একটি প্রত্যাখানের গল্প: "তবুও ভালোবাসি"